
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কিশোরী লাল শর্মা। যাকে 'জায়েন্ট কিলার' বললেও বোধহয় ভুল হবে না। আমেঠীতে রাহুল গান্ধী ভোটে না লড়ার পর কংগ্রেস শিবিরকে প্রবল আক্রমণ করেছিলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। কিশোরী লাল শর্মাকে নির্বাচনের আগে অনেকটাই আন্ডারডগ বলে মনে করেছিলেন। কিন্তু লোকসভার ফল ঘোষণার দিনে দেখা গেল তিনিই হিরো। দলের অনুগত সৈনিক হিসাবে বরাবরই নাম রয়েছে কিশোরী লাল শর্মার। ফল ঘোষণার পরও দেখা গেল তিনিই প্রচুর ভোটে পিছনে ফেলেছেন বিজেপির স্মৃতি ইরানিকে। এরপরই প্রিয়াঙ্কা গান্ধী বঢরা কয়েকবছর আগের ছবি পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানালেন। পাশাপাশি আমেঠীবাসীকে ধন্যবাদ দিলেন প্রিয়াঙ্কা। গান্ধী পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত কিশোরী লাল শর্মা যে হাত শিবিরকে নিরাশ করেননি তা ফল ঘোষনার পরই স্পষ্ট।